আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলশী থানায় আটকে যমুনা টিভির সাংবাদিককে মারধর করলেন ডিসি

Spread the love

নিউজ ডেস্ক: সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টিভির সাংবাদিক জোবায়েদকে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় আটকে রেখে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী জোবায়েদ।

এসময় তাকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে একটি কক্ষে আটকে রেখে একাধিক কিল ঘুষি মারা হয়। তখন তারা মারতে মারতে বলতে থাকে– ‘আমরা তোকে মারছি না, আমরা শয়তানকে মারছি’।

জানা গেছে, রবিবার (১২ অক্টোবর) সকালে নগরীর জিইসি এলাকায় কনসার্ট ঘিরে সংঘর্ষ-ভাঙচুরের সংবাদ সংগ্রহে খুলশী থানায় যান জোবায়েদ। সেখানে আগের রাতের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন তিনি।

কিন্তু সেখানে থানার কর্মকর্তারা এ কাজে বাধা দেন। এসময় জোবায়েদের সাথে বাকবিতণ্ডা হয় তাদের কয়েকজনের। এরই জেরে যমুনার টিভির স্টাফ করেসপনডেন্ট জোবায়েদকে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন ডিসি আমিরুল ইসলাম।

এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক জোবায়ের বলেন– ‘আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে ‘তুই ফ্যাসিস্ট’। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি। এসময় পিঠে লাথি ও কনুই দিয়ে একাধিক আঘাত করা হয় তাকে।

হামলার নেতৃত্বে কে ছিলেন, এমন প্রশ্নের জবাবে জোবায়ের সিএমপির ডিসি আমিরুল ইসলামের নাম বলেন।

এ ঘটনায় আহত সাংবাদিক জোবায়ের তার চোখ ও এক কানে মারাত্মক আঘাত পেয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর