আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় যুবক কারাগারে

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় মো. আরিফ (৩২) নামের এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ তালুকদার এ আদেশ দেন।

মো. আরিফ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দীনের ছেলে।

জানা গেছে, ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত এবার হোসেনের ছেলে মো. নুরুল আলম চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আরিফ ও তার ভাইসহ মোট ছয়জনের বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম জেলা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে চট্টগ্রাম জেলা সিআইডি আদালতে প্রতিবেদন জমা দিলে, আদালত আরিফ ও তার ভাইদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গ্রেপ্তার এড়াতে আরিফ উচ্চ আদালতে জামিন আবেদন করেন এবং চার সপ্তাহের অস্থায়ী জামিন পান।

নির্ধারিত জামিনের মেয়াদ শেষ হলে আরিফ চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ বলেন, একটি মিস মামলায় আরিফ ও তার সহযোগীরা জাল ওয়ারিশ সনদ ব্যবহার করে আমার সহজ-সরল মক্কেল নুরুল আলমকে হয়রানি করেছিল। আমরা আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে চট্টগ্রাম জেলা সিআইডি তদন্ত চালায় এবং এতে প্রমাণিত হয় যে আরিফ প্রকৃতপক্ষে জালিয়াতি করেছে। সদ্য বিদায়ী সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ইতিমধ্যে জাল সনদটি বাতিলের নির্দেশ দিয়েছেন।

বাদী নুরুল আলম বলেন, আমরা আদালতের আদেশে অত্যন্ত সন্তুষ্ট। সত্যের জয় হয়েছে। আশা করি পূর্ণাঙ্গ বিচারে আমরা ন্যায়বিচার পাব, ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর