নিউজ ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর সৌদি আরবে পাড়ি জমানো রাঙ্গুনিয়া প্রবাসী তাজুল ইসলাম শিফু (৫০) জীবনযুদ্ধে হেরে গেছেন। সৌদি আরবে ব্রেন স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৫ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের সামিসি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের নিকটাত্মীয় কাজী মিল্লাত সৌদি আরব থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কাজী তাজুল ইসলাম শিফু রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির কাজী আব্দুস সালামের ছেলে।
তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদ হারা এলাকায় দোকানে কর্মরত ছিলেন। ১২ দিন পূর্বে ব্রেনস্ট্রোক জনিত কারণে তিনি রিয়াদের সামিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, তিনি ১২ বছর আগে ইউএইতে গিয়েছিলেন। ২০১৬ সাল থেকে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০ মাস আগে দেশ থেকে প্রবাসে পাড়ি দেন। তার লাশ আনার ব্যবস্থা চলছে বলে স্বজনরা নিশ্চিত করেন।