আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবী সংগঠন সোনাইছড়ি ফরচুন ট্রাস্টের সভা অনুষ্ঠিত

Spread the love

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের অরাজনৈতিক এবং অলাভজনক জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনাইছড়ি ফরচুন ট্রাস্ট’ (সফট) এর সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি হোটেলে সংগঠনের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সোনাইছড়ি ইউনিয়নের গরীব, পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী, অসহায় বয়স্ক, ধর্ম, গোত্র, ভাষা, পেশা নির্বিশেষে সকল শ্রেণীর লোকের কর্ম, পেশায় জীবিকায় মানোন্নয়নে সহায়তা, স্বাস্থ্যসেবা এবং মেধাবীদের বৃত্তিসহ সকল সামাজিক কাজের লক্ষ্যে উক্ত সংগঠনের আত্মপ্রকাশ বলে জানান বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা ও দায়রা জজ ফুলতলা গ্রামের কৃতি সন্তান মো. রেজাউল করিম চৌধুরী, সোনাইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরউদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, ভিডিও কনফারেন্সে যুক্ত হন ইউএসএ এর রাইডার ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসার মো. লিয়াকত আলী।

আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার আহমেদ, এন আর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন রুবেল (সিআইপি), কৃষি ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক মো. আলমগীর ইসলাম, এম.ই. বি গ্রুপের সাবেক ব্যবস্থাপক প্রশাসন ফারুক মোনাদীন, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, চমেক হাসপাতালের জেনারেল প্রেকটিশনাল এন্ড ডায়াবেটলজিস্ট ডা. মো. নাসিম উদ্দিন, ইন্টারন্যাশনাল ট্রেড এর ব্যবস্থাপনা অংশীদার মো. হাসান আল মামুন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. ফজলুল করিম, সেনবাগ ফাজিল মাদ্রাসার লেকচারার রুমা আকতার, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী মো. হাঁছি মিয়া, এস.এস শিপ ব্রেকিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা পাল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সিপ্লাস টিভির সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম দুলু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর