চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড নিউ ইয়ং স্টার ক্লাবের (রেজি. নং. ২৮৪৮/০৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ এমদাদ হোসাইন মাসুদকে সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) এ উপলক্ষ্যে ক্লাব কার্যালয়ে রাতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুই বছরের জন্য ১১ সদস্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি, সহ সম্পাদক মোহাম্মদ আবু ছৈয়দ সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া নেওয়াজ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুর রহমান সওদাগর, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম রহিম, সহ- অর্থ সম্পাদক মোঃ রবিউল হোসেন, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিদুওয়ানুল হক বাবুল, ধর্ম, দপ্তর ও প্রচার সম্পাদক বোরহান উদ্দিন ছোটন এবং সমাজ কল্যাণ নারী ও শিশু কল্যাণ সম্পাদক সোহেল রানা সুমন।
এতে দ্বি-বার্ষিক নির্বাচনের সভায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম, আবদুর রহিম সওদাগর, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হাসনারা বেগম, ব্যাংকার জয়নাল আবেদীন, আবুল কাশেম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুরুন্নবী খোকন, জহির উদ্দিন, আবদুর রউফ, মোঃ ইমন, মোঃ সোহেল, ছৈয়দ শাহ শাহীনুর।