আজ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ১ দিনে ভর্তি ৫০

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রতিদিন হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ‍গত ২৪ ঘণ্টায় ‍নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এ নিয়ে চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। আর মোট রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের।

শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন,বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৬ জন নারী ও ৮ জন শিশু।

চলতি বছর মোট আক্রান্ত ২ হাজার ৬৩৩ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১ হাজার ৪০৬ জন ও উপজেলায় ১ হাজার ২২৭ জন। এদের মধ্যে ১ হাজার ৩৭৭ জন পুরুষ, ৮১৩ জন নারী ও ৪৪৩ জন শিশু।

এদিকে ১৫ উপজেলায় আক্রান্ত ১ হাজার ২২৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী সীতাকুণ্ডে ৪৮৬ জন ও বাঁশখালীতে ১৭৬ জন। সবচেয়ে কম রোগী বোয়ালখালীতে ১২ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে ৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৭৪ জন। তবে এ রোগে এখনও কারো মৃত্যু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর