চন্দনাইশ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন পূজামণ্ডপে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা অক্টোবর) রাতে উপজেলার গাছবাড়িয়া সার্বজনীন হরি মন্দিরের মণ্ডপে বাহারি রকমের ফল শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণের মাধ্যমে পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন চট্টগ্রাম জেলা পুলিশ পক্ষে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
এরপর উপজেলার বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন তারা। তারা মন্দির কমিটি, পূজারি ও মণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ বলেন, পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, এ ব্যাপারে চট্টগ্রামে সাইবার মনিটরিং টিম সর্বদা কাজ করছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজায় যাতে মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে প্রতিটি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা চলছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে এবং বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।”
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ রাকিব হোসেন, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরুপ রতন চক্রবর্তী, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, চন্দনাইশ পৌরসভার এলডিপির যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন নেতা বিজয় কৃষ্ণ ধর, ডা. মিলন কান্তি ধর, স্বপন ধর, ডা. বিধান ধর, এটিও আশিষ ধর, এটিও বিকাশ ধরসহ পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply