আমজাদ হোসেন, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের তরুণ সালমান চৌধুরী আরফাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ফজলুল হক চৌধুরী (প্রকাশ আবু তাহের)-এর পুত্র এবং বর্তমানে শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষে অধ্যয়নরত।
অনেকে অবসর সময়ে মোবাইল বা আড্ডায় সময় নষ্ট করে, কিন্তু সালমান বেছে নিয়েছেন ভিন্ন পথ। কলম হাতে নিয়ে শুরু করেছেন পবিত্র কুরআন মাজিদ হাতে লেখা, এবং ইতিমধ্যে ১১ পারা সম্পন্ন করেছেন।
নিজের উদ্যোগ সম্পর্কে সালমান চৌধুরী আরফাত বলেন, অনলাইনে অতিরিক্ত সময় নষ্ট না করে, মৃত্যুর পরও যেন আমার জন্য কবরে সাদকায়ে জারিয়া জারি থাকে—এই লক্ষ্যেই আমি হাতে কুরআন লিখছি। যদি আমার পরবর্তী বংশের কেউ তেলাওয়াত করে, সেই সাওয়াব আমার কবরেও পৌঁছাবে।
স্থানীয়রা তার এই উদ্যোগকে কেবল ব্যক্তিগত সাধনা নয়, বরং সমাজ ও প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, ধৈর্য, মনোযোগ ও আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে যে কোনো মহান কাজ সফল করা সম্ভব।