আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবিধানে পি আর পদ্ধতির সুযোগ নাই: মতিন

Spread the love

আমজাদ হোসেন,আনোয়ারা: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন বলেছেন, “পিআর পদ্ধতি সংবিধানে নেই। আগামী নির্বাচিত জাতীয় সংসদ যদি মনে করে পিআর পদ্ধতি প্রয়োজন, তাহলে সংসদে বিল পাসের পর এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব।

২৪-এর আন্দোলনে আমাদের অনেক ভাইয়ের রক্ত দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোতে হবে। কিন্তু সংস্কার ও পিআর পদ্ধতির নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। সংবিধান পরিবর্তনের এখতেয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। সরকার সংস্কারের জন্য নিবন্ধিত দল বাদ দিয়ে সর্বদলীয় বৈঠক করছে—এভাবে সর্বদলীয় বৈঠক কিভাবে সম্ভব? এখন শোনা যাচ্ছে, সমঝোতার মাধ্যমে নির্বাচন হবে। নির্বাচন কিভাবে সমঝোতায় হয়, আমি বুঝতে পারছি না। নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। আমরা এই নির্বাচনে অংশ নেব।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল চারটায় চট্টগ্রামের আনোয়ারায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় উপজেলার কালাবিবি দিঘির মোড়ে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আহমদ নুর আল কাদেীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু নাছের তালুকদার।

তিনি বলেন, “আমরা অপসংস্কৃতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কথা বলেছি। শাহ মোহছেন আউলিয়ার এই আনোয়ারায় আমাদের ঐতিহ্য ধরে রাখব। আনোয়ারা সুন্নিয়তের উর্বর ভূমি। আগামীতে মোমবাতি মার্কায় ভোট দিন।”

সমাবেশের উদ্বোধক ছিলেন বিভাগীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব এস এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নতের কো-চেয়ারম্যান ড. এম এ অদুদ, ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, মাস্টার আবুল হোসেন, জসিম উদ্দিন, ফেরদৌসুল আলম খান আল কাদেরী, অধ্যক্ষ ডিএম জাহাঙ্গীর, কাজী শাকের আহমেদ, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা কাজী বদরুজ্জামান নঈমী, মনির আহমদ আনোয়ারী, মোরশেদুল আলম মুন্সী, মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ ওসমান, মাস্টার আবদুল হালিম, মাস্টার মুহাম্মদ ইয়াকুব, নাজিম উদ্দীন, উপজেলা আহলে সুন্নাত সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, মাওলানা ফিরোজ মিয়া, রফিকুল ইসলাম তৈয়বী, যুবনেতা মুহাম্মদ মুনিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা  মাওলানা মুহাম্মদ মুছা ও  মাস্টার আবুল মনছুর, দক্ষিণ জেলা যুবসেনা সভাপতি দিদারুল ইসলাম, আরিফুল হক রানা, ছাত্রনেতা মুহাম্মদ ওসমান, মাওলানা মুফিজ উল্লাহ, মুহাম্মদ মোজাম্মেল হক, এস এম আরাফাত হোসাইন সিরাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর