সাদ্দাম হোসেন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে সরেজমিনে ১০ টি পুজা মণ্ডপ পরিদর্শন করে চাউল বিতরণ করেন ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর কাউন্সিলর পদপ্রার্থী মো. সাঈদুর রহমান সাঈদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর বিএনপি থেকে কাউন্সিলর পদপ্রার্থী মো.সাঈদুর রহমান সাঈদের নেতৃত্বে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ১০ টি পুজা মণ্ডপে পরিদর্শন করে চাউল বিতরণ করেন এবং জনসাধারণের কাছে ৩১ দফা লিফলেট বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে পূজা মণ্ডপের আয়োজক কমিটি, সেবক সদস্যবৃন্দ ও স্থানীয় ভক্ত-দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় কালে কাউন্সিলর পদপ্রার্থী মো.সাঈদুর রহমান সাঈদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি মহামিলন উৎসব। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রামে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অভাত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।
আপনারা জানেন আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের দায়িত্ব পালন করেছি, আগামী নির্বাচনে ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর ধানের শীষের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে দাড়াব।
মতবিনিময় শেষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন,উত্তর আদিমাইজপাড়া সর্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব উদযাপন পরিষদ, শ্রী শ্রী দুর্গায় নম আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন জাগরিত সংঘ এর উদ্যোগে সর্বজনীন দূর্গা উৎসব, পূর্ব মাদারবাড়ী জেলেপাড়া সর্বজনীন পূজা পরিষদ পঞ্চায়েত কমিটি স্টান্ড রোড সদরঘাট, উদয় যুব সংঘ সেবক কলোনি পূর্ব মাদার বাড়ি,পূর্ব মাদার বাড়ি জেলেপাড়া পূজা উদযাপন পরিষদ, দক্ষিণ মাইজপাড়া সর্বজনীন পূজা পরিষদ, পূর্ব মাদারবাড়ি পশ্চিম জেলেপাড়া পার্বতী মাতা পূজা পরিষদ, শ্রী শ্রী রাজ রাজেশ্বর বিগ্রহ মন্দিরপ্রাচীনতম নারায়ণ বিষ্ণু মন্দির সদরঘাট, দক্ষিণ আলাপাড়া সর্বজনীন দুর্গোৎসব পরিষদ,উত্তর নালাপাড়া সর্বজনীন পূজা পরিষদ রাধা মাদব মন্দির।
এই সময় পূজা মণ্ডপের আয়োজক কমিটির সদস্যবৃন্দ কাউন্সিলর পদপ্রার্থী মো.সাঈদুর রহমান সাঈদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখায় ভূয়সী প্রশংসা করেন।
জানা যায়, আগামী নির্বাচনে ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর ধানের শীষের কাউন্সিলর পদপ্রার্থী মো.সাঈদুর রহমান সাঈদ বিএনপি দলীয় প্রার্থী হিসেবে রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন মহলে হঠাৎ আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে তার নামটি। বিএনপি রাজনীতি কারণে বহুবার জেল, জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা এবং মনোনয়ন প্রত্যাশী অনেকের নাম আলোচনায় উঠে আসছে।
এর মধ্যে ৩০ নং ওয়ার্ড পূর্বমাদারবাড়ীর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় কয়েকদিন ধরে নাম ঘুরপাক খাচ্ছে একজন তরুণ ও ক্লিন ইমেজধারী রাজনৈতিক কর্মী
বিএনপি থেকে কাউন্সিলর পদপ্রার্থী মো.সাঈদুর রহমান সাঈদের নাম। এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের দাবি নতুন নেতৃত্ব তৈরীর ক্ষেত্রে তরুণ পরিচ্ছন্ন মেধাবী ও শিক্ষিতদের গুরুত্ব দেয়া সময়ের দাবি।