আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকসই গণতন্ত্রে উত্তরণের পূর্বশর্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ: শফিউল আলম

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম বলেনছেন,আমি ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের যত রকম প্রোগ্রাম আছে, শ্মশান আছে সব জায়গায় আমার উন্নয়নের ছোয়া আছে। আমার কাছে হিন্দু -মুসলিমের কোনো ভেদাভেদ নেই। নাগরিক সেবা নিয়ে আমি সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেছি।

আমি পরকালে বিশ্বাসী,আল্লাহকে ভয় করি। হাশরের ময়দানে যেন হিন্দু-মুসলিম কারো ওপর জুলুম করে আটকা না পরি সেজন্য আগামীতেও বিশ্বের যত সুন্দর নগর আছে তার মধ্যে আমাদের বিশাল সমুদ্র, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী জোনসহ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি জোন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বেকার মুক্ত চট্টগ্রাম গড়তে কাজ করবো। আপনারা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাসহ বিদ্যামান যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানের উপায় আমার জানা আছে।টেকসই গণতন্ত্রে উত্তরণের পূর্বশর্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

২৯ সেপ্টেম্বর (সোমবার ) বিকাল ৩ টায় মহাজনঘাটায় দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার আমীর আবুল মোকাররম, শফিউল আজম, মজিবুল হক বকুল, মোহাম্মদ ইউনুস মো জাহাঙ্গীর,হাফেজ বখতিয়ার,ডাঃ মেজবাহ উদ্দিন,মোহাম্মদ মহিউদ্দিন, মো. দিদার,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর