বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বরকল গাউসিয়া কমিটি ওয়ার্ড শাখার উদ্যোগে খাজায়ে খাজেগান, খলিফায়ে শাহে জীলান, উলুমে লা-দুন্নিহায়্যাহর ধারক হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.) প্রণিত পবিত্র খতমে মাজমূ'আহ্ -এ সালাওয়াতে রসুল (দ.), পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল, আওলাদে রাসুল (দ.) গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র সালানা ওরশ মোবারক ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহফিলে ছদারত করেন আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত দক্ষিণ জেলা সভাপতি, অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, তকরির করেন উপাধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবু নাছের আলকাদেরী।
মোহাম্মদ আলম খাঁন চৌধুরী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকিহ, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খাঁন আলকাদেরী। মোহাম্মদ বেলাল উদ্দীন হিরু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত জি.এম শাহাদাত হোসেন মানিক, শিক্ষক গাজী মো. বোরহান উদ্দিন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান, কিবরিয়া হোসেন আজম, জি.এম সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সাঈদ ইবনে খায়ের প্রমূখ।