বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকারবাসীর উদ্যোগে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) পূর্ব জোয়ারা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া জামে মসজিদ মাঠে মাহফিলে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আজীবন সদস্য মুহাম্মদ আমিনুল ইসলাম’র সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন হযরত ইমাম হোসাইন (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী।
প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ আইয়ুব সওদাগর, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নুর হোসেন মিয়া, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের (সও), আবদুল হক সও, ফরিদুল আলম সেলিম, জসিম উদ্দিন, সাংবাদিক মো. শাহাদাত হোসেন।
মুহাম্মদ আরাফাত উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ফকিহ, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা আবু ইউসুফ নুর আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ প্রমূখ।
Leave a Reply