বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও অত্র কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়াতে এডহক কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে আটটার দিকে ওয়ান আজিজ শপিং সেন্টারের মাঠে এ সভার আয়োজন করা হয়।
অত্র কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহেদ কোম্পানির সভাপতিত্বে সহ- সাধারণ সম্পাদক এম হাশেম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপি’র সিনিয়র সহ- সভাপতি আবদুল মাবুদ, বিশেষ অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন এলডিপি’র সভাপতি নজরুল ইসলাম আবদুল, অত্র কমিটির সাবেক সভাপতি আরিফুর রহমান মারুফ, প্রধান বক্তা ছিলেন অত্র কমিটির সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন হারুন রশীদ সওদাগর, ফকরুদ্দিন, শুনিল ধর, জাহেদুল ইসলাম, আবদুর রহিম, মো. হোসেন, মো. হাসান, আবদুল মালেক ভেন্ডার প্রমূখ।পরে এডহক কমিটির হতে দায়িত্ব হস্তান্তর করেন অত্র কমিটির সকল নেতৃবৃন্দ।
Leave a Reply