নিউজ ডেস্ক: সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মহা সপ্তমীতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার ) সন্ধ্যা ৭ টায় পূজা মণ্ডপ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধক ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন দীপিকা সংঘের সভাপতি এড.মোহন লাল মহাজন।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মহাজন নব, ইপিজেড থানা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন মজুমদার। সুজন শীল অজয়, স্বরুপ শীল।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।