নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।
২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭ টায় নেভী হাসপাতাল গেইটস্থ একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদের সভাপতিত্বে এবং ৩৯ নম্বর বিএম সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর যুব ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীল,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নগর সদস্য সাগর দাস, বাসু দেব, রুপন কর্মকার, সুমন দাস, সুজন মজুমদারসহ ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজ থেকে নানান অপকর্ম, অনিয়ম, দূর্নীতি ও বৈষম্য দূর করে নিরাপদ বাংলাদেশ গড়বে।