সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ জামায়াতে ইসলামী- চট্টগ্রাম-১৪ সংসদীয় এলাকার উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চটগ্রাম – ১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) সংসদীয় আসন কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চন্দনাইশ উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ ও উত্তর সাতকানিয়া (সাংগু) সাংগঠনিক থানা সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম -১৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, দক্ষিণ জেলা বায়তুলমাল সম্পাদক জনাব মাওলানা কামাল উদ্দীন, দক্ষিণ জেলা মজলিশে শুরা সদস্য ডা: আব্দুল জলিল, মাওলানা আইয়ুব আলী, সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মোহাম্মদ নাসির উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চটগ্রাম জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক কে এম মোকাম্মেলসহ উপজেলা- ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান।
Leave a Reply