চন্দনাইশ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলার সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমানতছফা বদরুননেচ্ছা মহিলা ডিগ্রি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি মাস্টার বিজয় কৃষ্ণ ধরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্তী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভার এলডিপির সভাপতি আইনুল কবির, সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, দোহাজারী পৌরসভার এলডিপির সভাপতি লিয়াকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাবু রুবেল দেব, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন ডা: কাজল কান্তি বৈদ্য, প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল দেব, অশোক সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক অলক কুমার দে, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, সিনিয়র সদস্য চন্দ্রনাথ মহাজন বাবুল, রুবেল দত্ত, দেবব্রত পাল দেবু, প্রমুখ।