রাঙ্গুনিয়া প্রতিনিধি: তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ চালিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।
এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সরফভাটা ক্ষেত্রবাজার, শিলক নটুয়ারটিলা গ্রামে প্রচারণাকালে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন তিনি সরফভাটায় শাহ মোহাম্মদ মেহেরুজ্জামান (রহ:) এবং শিলকে যুবদল নেতা টিপুর কবর জেয়ারত করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এই গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদস্য আবু বক্কর মেম্বার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নুরুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ নাসিম সিকাদার, পৌরসভা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুস শুক্কুর, মো. মুরাদ, সরফভাটা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, আকতার হোসেন মিয়াজী, শিলক ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মোকাররম হোসেন বান্টু, সদস্য সচিব আব্দুল মোতালেব বানু, মো. মঞ্জু, ওলামা দলের সভাপতি মওলানা রফিক, জামাল উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, মিজানুর রহমান, মো. আজম, মো. ফোরকান, মো. ডালিম, কামাল চৌধুরী, সালাউদ্দিন, মো. এরশাদ, মো. ইমরান, মো. মাসুদ, কাজী জাহেদ, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, মুসলিম, সিরাজ, সেলিম, নাজের এনাম, আলিম, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক কাইয়ুম, ইমরান, রাকিবুল হাসান সাঈদ, রাহাত সিকাদর, হায়দার প্রমুখ।