চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে গ্রাম্য ডাক্তারের উপর হামলার একজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার সকাল ১১টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আচার্য্য পাড়া প্রদীপ সূত্র ধর মুজিবেব দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার সময় স্থানীয় গ্রাম্য ডাক্তার আশিষ বরণ আচার্য্য (৬৮) সার্বজনীন লোকনাথ মন্দির পুকুর ঘাটে গোসল করতে যায় এ সময় একই পাড়ার শাকি আচার্য্য (৪০) পুকুরের ঘাট দখল করে কাপড় দৌত করতে থাকলে আশিষ বরণ আচার্য্য থাকে একটু জায়গা দেওয়ার কথা বলেন। এতে শাকি আচার্য্য ক্ষিপ্ত হয়ে আশিষ বরণ আচার্য্য’কে পুকুরে স্ব-জোরে ধাক্কা দিয়ে ফেলে দে। আশিষ বরণ আচার্য্য সাতরিয়ে ঘাটে উঠলে শাকি আচার্য্য বালতি দিয়ে এলোপাতারি আঘাত করে শরীরে জখম ফুলা করে দেয়।
বিষয়টি নিয়ে বুধবার ৫নং ওয়ার্ড প্রদীপ সুত্র ধর মুজিবের দোকানের সামনে স্থানীয় মেম্বার রহমত আলী সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে এক পর্যায়ে উত্তেজিত হয়ে মেম্বারের সামনে দেশিয় অস্ত্র সস্ত্র দিয়ে উর্পযোপরি আশিষের মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। ফলে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই ব্যাপারে আশিষ বরণ আচার্য্যর ছেলে এডভোকেট সুমন আচার্য্য বাদী হয়ে চন্দনাইশ থানায় ৪জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
হাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গ্রাম্য ডাক্তারকে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।
এই ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই হাক্কানী বিল্লাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।