আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাগ উপহার দিলেন এপেক্স ক্লাব অব পটিয়া

Spread the love

নিউজ ডেস্ক: (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ২০ সেপ্টেম্বর পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড, কাগজী পাড়া শাহ আশরাফিয়া একাডেমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ব্যাগ উপহার প্রদান করেন ।

এ উপলক্ষ্যে বিকেলে মাদ্রাসা হল রুমে এক সভা এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান।

বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপে. মো. লিয়াকত আলী,এডিটর, ডিস্ট্রিক্ট-৩ এপে.মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, মাদ্রাসা সুপার মৌলানা কুদ্দুস, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.মুহাম্মদ জসিম উদ্দিন, ট্রেজারার মোরশেদ রেজা,এপে. শফিকুল আলম বশর।

বক্তব্য রাখেন এপে. আলী কদর জীবন, প্রভাষক এপে. ফারুক আহমেদ রাজু, সমাজ সেবক আইয়ুব আলী,নাছির উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ মানবিক কাজের মাধ্যমে আজ এগিয়ে চলছে।

মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকটাই প্রায় অবেহেলিত তাদের পাশে সকলকে এগিয়ে আসা উচিত। এপেক্স ক্লাব অব পটিয়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘ সময় নানা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতে ও অব্যাহত রাখতে হবে।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ব্যাগ উপহার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর