ইউ.ডি.উজ্জ্বল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বন্দর – পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মধ্যে অন্যতম ওয়াসার পানির ব্যবস্থা করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনজুর কাদেরের সঞ্চালনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,চট্টগ্রাম -১১ আসনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিএনপির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার, সাবেক কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও মো. শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মো. আবু জাফর, মো. ইউসুফ, হাজী মো. হারুন কোম্পানি, মো. আমিন, মো. জসিম উদ্দিন, মো. রেজাউল করিম রেজা, নূর মোহাম্মদ, খোরশেদ আলম , নূরুল হুদা, গিয়াস উদ্দিন, ফজলুল রহমান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম ও সদস্য সচিব আলী আজমসহ বিএনপি, যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল,মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply