আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষ্যে চন্দনাইশে আইন-শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইন-শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।

সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি বাবু অরুপ রতন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাবু রুবেল দেব, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম মোঃ ফখর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. জাকির হোসেন, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন ডা: কাজল কান্তি বৈদ্য, প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল দেব, অশোক সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক অলক কুমার দে, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, সিনিয়র সদস্য চন্দ্রনাথ মহাজন বাবুল, রুবেল দত্ত, দেবব্রত পাল দেবু, উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি এম.আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি লেয়াকত আলী, চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, চন্দনাইশ পৌরসভা জামায়াতের সভাপতি কাজী কুতুব উদ্দিন, দোহাজারী পৌরসভা সভাপতি এম. জমির আদনান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ, সংগঠক সাইফুল ইসলাম রাব্বি, সংগঠক ইমন ও পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন।

প্রস্তুতিমূলক সভায় বলেন, প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা করা, নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান।

এছাড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ভাবগম্ভীর্য উৎসবের পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালনে নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। আয়োজিত সভায় উপজেলার ৮ টি ইউনিয়ন ও ২ টি পৌর এলাকার ৯৪ টি পূজামণ্ডপ কমিটির সভাপতি – সম্পাদক সহ হিন্দু ধর্মাবলীর লোকজন ও অন্যান্য পেশাজিবীগণ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর