চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর মনির আহমদ কামাল উদ্দিন আহমদ স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বাহাউদ্দীন চৌধুরী। তিনি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যাংকার এবং সমাজসেবক।
এ সময় নবনির্বাচিত সভাপতি মো. বাহাউদ্দীন চৌধুরী বলেন, হাশিমপুর মনির আহমদ কামাল উদ্দিন আহমদ স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের অভিভাবক, এডহক কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃপক্ষ চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয়। নতুন কমিটিতে মো. বাহাউদ্দীন চৌধুরীকে সভাপতি, বিদ্যালয়ের অধ্যক্ষকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার দাশ এবং শাহাদাত হোছাইনকে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
Leave a Reply