নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে সদ্যভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও তাদের ওরিয়েন্টেশন ক্লাস ১৫ সেপ্টেম্বর সোমবার সম্পন্ন হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজ জীবন ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ মসউদ।
স্বাগত বক্তব্য দেন কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর জ্যেষ্ঠ প্রভাষক খালেদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিক ও সমাজসেবক সাঈদ ইবনে খায়ের, শিশুবিকাশ একাডেমির পরিচালক প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ সাজিদ এবং শিক্ষানুরাগী মো. মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সাদিয়া মিশকাত জাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রবিউল হোসেন, ফাহমিদা খানম প্রমুখ।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজে এবং আলোর পথে স্বাগত জানিয়ে বলেন- জ্ঞানচর্চা, একাগ্রতা, পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে অধ্যয়ন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে জগৎ জয় করার চেষ্টা করতে হবে।
Leave a Reply