আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি প্রেসক্লাবের শূন্য পদে মোরশেদ মুন্না ও কামাল উদ্দিন নির্বাচিত

Spread the love

আব্দুল কাদের চৌধুরী: ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া সভাপতি ও পদত্যাগজনিত কারণে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এস এম মোরশেদ মুন্না (পূর্বকোণ/একাত্তর টেলিভিশন) এবং সিনিয়র সহভাপতি পদে কামাল উদ্দিন (দিনকাল) নির্বাচিত হয়েছেন।

ফটিকছিড় ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি এমরান হোসেন ফরহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য দেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সদস্য কাউছার সিকদার, এম জুনায়েদ, ক্লাবের স্থায়ী পরিষদ সদস্য মোঃ ইউনুছ, সহসম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন শাহনেওয়াজ, কার্যকরী সদস্য দৌলত শওকত, অস্থায়ী সদস্য আব্দুল কাদের চৌধুরী ও ফজলুল করিম।

অন্যদিকে, ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কুরআন-হাদিসের আলোকে আলোচনায় অংশ নেন, কাউছার সিকদার, নাজিম উদ্দিন শাহনেওয়াজ, এম জুনায়েদ। আলাদা অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের প্রবাসী সদস্য মোঃ কামাল পারভেজ অভিকে সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর