আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশের কৃতিসন্তান ডাঃ মফিজুর রহমান চমেকের ইউরোলজি বিভাগে অধ্যাপক হিসাবে পদোন্নতি

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশের কৃতি সন্তান ডা. মফিজুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগে অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশ ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, ডা. মফিজুর রহমান চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গাছবাড়িয়া মফজল আহমদ তহশিলদারের বাড়ির মরহুম আলহাজ্ব মফজল আহমদের দ্বিতীয় সন্তান। ডা. মফিজুর রহমানের ৫ ভাই আর ৪ বোন। বড়ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনজুর মোর্শেদ। ডা. মফিজুর রহমানের সহধর্মিণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা নাফিসা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর