চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৭ কর্মকর্তার কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চন্দনাইশ পৌরসভার হলরুমে চন্দনাইশ পৌরসভার উদ্যোগে সাত কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও চন্দনাইশ পৌরসভার প্রশাসক মোঃ রাজিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যাদের বদলিজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় তারা হলেন চন্দনাইশ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান, অফিস সহকারী মোবাশ্বের হোসেন, বাজার পরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত হোসেন চৌধুরী, কায্যসহকারী দিদারুল আলম, টিকাদান কারী মাহাবুবুল আলম ও বৈদ্যুতিক হেলপার ওমর ফারুক রাশেদ।
এসময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও চন্দনাইশ পৌরসভার প্রশাসক মোঃ রাজিব হোসেন বিদায়ী কর্মকর্তাদের সামনের অনাগত দিন গুলোর জন্য এবং তাদের পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।
Leave a Reply