আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বিশেষ অভিযানে অস্ত্রসহ বনদস্যূ সাগর গ্রেপ্তার

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যূ মো: সাগরকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অস্ত্র-গান পাউডার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড খানবটতল ওলির পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলো চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড খানবটতল ওলির পাড়া এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে মো: সাগর (২৮)।

গ্রেপ্তারকৃত এর কাছ থেকে পুলিশ ২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করে।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল ওলির পাড়া এলাকার অভিযান পরিচালনা করে গোপন সংবাদে ভিত্তিতে বনদস্যূ মো: সাগরকে গ্রেপ্তার করে। তার বসতঘরে তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর