চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝন্টু বিকাশ চাকমা যোগদান করেছেন। সোমবার চন্দনাইশে এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের পর বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নিকট থেকে দায়িত্বগ্রহণ করেছেন।
৩৮তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এরপর বদলি হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চন্দনাইশ উপজেলায় যোগদান করেন। দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতা, সততা, নৈতিকতা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।
ঝন্টু বিকাশ চাকমা এর বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খেদারমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর নিয়মিত দায়িত্বের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভা ও ৫ নং বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করবেন ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই সহ সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দিয়েছেন। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply