সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে পরিচালিত চন্দনাইশ কারিগরি হস্তশিল্প ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নতুন নারী উদ্যোক্তা তৈরী ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মো: জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক- চন্দনাইশ শাখার ম্যানেজার আসাদ ছিদ্দিকী, চন্দনাইশ শাহ আমিন সিটি সেন্টারের সত্ত্বাধিকারী মো: তারেক, সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের, সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক এবিআর আরজু, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক আমিন উল্লাহ টিপু, ব্যবসায়ী মিজান, নারী উদ্যোক্তা মরিয়ম বেগম, নারগিস আক্তার, তাহিয়া সুলতানা, আদনিন, মরিন, জেরিন, নিসা, চাটগাঁইয়া আপার এডমিন সাইমা সুলতানা, শারমিন আকতার, আঁখি, মিমা আক্তারসহ বিভিন্ন এলাকার উদ্যোক্তারা।
এ সময় বক্তারা চন্দনাইশ কারিগরী হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়ে চন্দনাইশসহ আশেপাশের এলাকার জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন। পরে কেক ফিতা ও কেক কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
Leave a Reply