সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলা সাহিত্যের অনন্য সাধক আহমদ ছফাকে নিবেদিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, ধর্মচর্চা ও পরিবেশ বিষয়ক গবেষণাধর্মী সাময়িকী “বরুমতির বাঁকে” দ্বিতীয় সংখ্যার মোড়ক ন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি চট্টগ্রামের ১ নং নাসিরাবাদ হাউজিং সোসাইটির নিজস্ব কার্যালয় সংলগ্ন মিলনায়তনে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশক সৈয়দ মিনহাজুর রহমান হাফেজনগরী এবং সঞ্চালনা করেন নোমান উল্লাহ বাহার।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. এম এ গফুর। আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম একরাম হোসেন, সমাজসেবী শফিকুল ইসলাম রাহী, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর দৌহিত্র গাজী ইসলামাবাদী, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল, বরুমতির বাঁকে’র সম্পাদক উত্তম কুমার আচার্য্য, প্রাবন্ধিক মহিউদ্দিন কাদের, জিয়াউল হক খন্দকার, প্রতিবেদক তৌফিক আলম জোহাদী, লিও অব অব চিটাগাং গ্রীন সিটির সভাপতি লিও আবিরুল হক প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ড. এ এ গফুর বলেন, “আহমদ ছফা” ছিলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। তিনি একাধারে লেখক, চিন্তক ও সামাজিক আন্দোলনের প্রেরণা। তাঁর প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও সমাজচিন্তা সাংস্কৃতিক জাগরণে অনন্য অবদান রেখে চলেছে।” তাঁরা আহমদ ছফার সাহিত্যকীর্তি এবং সমাজ সংস্কৃতিতে তাঁর প্রভাবের গুরুত্ব ধরেন।
অনুষ্ঠানে বরুমতির বাঁকের এই উদ্যোগকে সময়োপযোগী এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী হিসেবে উল্লেখ করা হয়।
Leave a Reply