নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এর পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মূল লক্ষ্য জণগণের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।
১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত আলোচনা সভা ও ওয়ার্ড বিএনপির এ ইউনিটের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আজমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক, বিএনপি নেতা শাহাবুদ্দিন, সাবেক কমিশনর মো. ইসমাইল হোসেন, আবদুস সাত্তার, মো.লোকমান, মো.ইলিয়াছ, আবু জাফর, মো. রফিক সোলায়মান, সাইফুল ইসলাম সাবের, গিয়াসউদ্দিন, মো. শফি উল আলম, শরিফ কন্ট্রাক্টর, মো.লোকমান, নজরুল, মালেক, ইকবাল, দিদার, হারুন, ফারুক জাহাঙ্গীর, রিমনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply