চন্দনাইশ প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৫ সম্পন্ন হয়েছে। এতে অলক কুমার দে-কে আহবায়ক ও পলাশ কুসুম দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা শাখার আহবায়ক কমিটি ৩ মাসের জন্য গঠন করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপি চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড গাছবাড়িয়াস্থ স্থায়ী কার্যালয় ও গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা ও দ্বি- বার্ষিক সম্মেলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দ্বি-বার্ষিক সম্মেলনে নিবার্চনী দায়িত্ব পালন ও সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী।
‘ঐক্যবদ্ধ শুভ শক্তির জয় অনিবার্য’ প্রতিপাদ্য নিয়ে পূজা পরিষদের সভাপতি অলক কুমার দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব।
বিশেষ অতিথি ছিলেন ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতা মাস্টার বিজয় কৃষ্ণ ধর, ডা. কাজল কান্তি বৈদ্য, পরিমল দেব, তাপস দে, বেসরকারি কারাপরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, দেবব্রত পাল দেবু, ভবতোষ শীল, পরিমল নাথ, রুবেল দত্ত, ডা. বিধান ধর, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক মাধাই নাথ ও সদস্য সচিব রাজীব সেন, প্রকৌশলী ভবশংকর ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি এডভোকেট অঞ্জন প্রসাদ, পলাশ কুসুম দত্ত, মাস্টার অশোক সুশীল, প্রকাশ ঘোষ, সমর ভট্টাচার্য্য, অসীম বণিক, টিটু দাশ, অপু দাশ প্রমুখ।
এছাড়াও সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, পৌরসভা ও ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধি এবং আঞ্চলিক পূজা মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিবৃন্দের উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে অলক কুমার দে-কে আহবায়ক ও পলাশ কুসুম দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ৩মাসের জন্য গঠন করা হয়।
Leave a Reply