আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ওয়ান শুটার রাইফেলসহ যুবলীগ নেতা আটক

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান (৩০)কে একটি ওয়ান শুটার রাইফেলসহ গ্রেপ্তার গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল কর্তৃক তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ মিজানুর রহমান (৩০) চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা ইবতিসাম জাওয়াদ দিয়াব।

জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমানের নিকট অস্ত্র থাকার বিষয়টি আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তার উপর নজরদারি শুরু করা হয়। ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটককৃত মোঃ মিজানুর রহমান কে চন্দনাইশ থানা পুলিশে সোপর্দ করা হয়।

চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা। অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর