আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিল এর উদ্যোগে জশনে জুলুছ-ঈদে-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে জশনে জুলুছের শোভাযাত্রা ও দোয়া মাহফিল করেছে আনোয়ারায় ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিল অনুসারীরা।

শনিবার (৩০ আগস্ট) সকালে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ওষখাইন রজায়ী দরবার শরীফ থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি আল্লাহু আকবর ধ্বনিতে ও রাসুল(সঃ) এর শানে নাতে রাসুল(সঃ) পরিবেশন করে আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব মোহাম্মদপুর বায়তুল্লাহ জামে মসজিদ এসে শেষ হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্ববৃহৎ জশনে জুলুস এটি। এতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেন। জুলুছে কয়েক হাজারেরও বেশি দরবারের ভক্ত, মুরিদ, আশেকান নবী প্রেমিক উপস্থিত ছিলেন।

জুলুছে সভাপতিত্ব করেন আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিল সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী (প্রকাশ রজায়ী হুজুর) । এসময় উপস্থিত ছিলেন, শাহাজাদা ইমাম উদ্দীন রজায়ী। পরে মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে দেশ মানুষের মঙ্গল কামনায় আখেরি মোনাজাত করেন পীরজাদা মৌলানা নাঈম উদ্দীন রজায়ী।

জুলুছ ও মাহফিলে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন আল্লামা মুফতি খলিলুর রহমান নেজামী, আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, মাওলানা কামরুদ্দিন নূরী,মোহাম্মদ আলী কোম্পানী, মোহাম্মদ মোস্তাক উদ্দিন রজায়ী, এমরান হোসেন রজায়ী, আমান উল্লাহ রজায়ী, তৌহিদুল ইসলাম রজায়ী, আরিফুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, মহান আল্লাহ ইসলামকে রাসূল করিম (সঃ) এর মাধ্যমে মানুষের কাছে পরিপূর্ণ ধর্ম হিসেবে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (সঃ) অগ্রদূত হিসেবে কাজ করেছেন। পবিত্র কোরআন ও হাদিস শরীফ চর্চার মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তিনি আমাদের কাছে রেখে গেছেন। রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী (সঃ) পালনের মাধ্যমে দ্বীন ইসলামের অনুসারিদের আলোকিত জীবনের অধিকারী হতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর