আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র বৃক্ষরোপণ কর্মসূচি

Spread the love

আনোয়ারা প্রতিনিধি: বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারার পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

কর্মসূচীতে ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সাজ্জাদের পরিচালনায় অন্যন্যদের মধ্যে আজাদী’র এম নুরুল ইসলাম, পূর্বকোণের সুমন শাহ্, ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, একুশে পত্রিকা’র জিন্নাত আইয়ুব, দিনকালের ফরহাদুল ইসলাম, আজকের পত্রিকা’র ইমরান হোসেন, ইত্তেফাকের জাহিদ হৃদয়, সমকালের নেজাম উদ্দিন, নয়া দিগন্তের নুরুল কবির, ইউনিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আতিকুল হামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে বিভিন্ন ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর