নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণযোগাযোগ অধিদপ্তরের অধীন পটিয়া তথ্য অফিসের আয়োজনে এক কমিউনিটি সভা ২৭ আগস্ট বুধবার চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর ভাণ্ডারীপাড়া হাজী খলিল বদিউজ্জামাল দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। ২৭ অগাস্ট অনুষ্ঠিত কমিউনিটি সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।
মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে ও নয়ন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কমিউনিটি সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ শিশুবিকাশ একাডেমির পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস বেলালী, শিক্ষিকা খুরশিদ জাহান চৌধুরী।
এ সমাবেশে মাওলানা জসিম উদ্দিন সিদ্দিকী, মাস্টার ফখরুদ্দিন, মাস্টার দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল মোতালেব, শিক্ষিকা আসমা সুলতানা, মাওলানা হারুনুর রশিদ, মাস্টার আলম উদ্দিন, মাওলানা ইউসুফ ও সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন চৌধুরী ঈসাসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
মা সমাবেশে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ডেঙ্গু, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক, মানবপাচার রোধ, গুজব, মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply