চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ মাহবুবুল আলম (৪২)কে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অস্ত্র-কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ - উত্তর হাশিমপুর রেল স্টেশনগামী পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ঘটনায় গ্রেফতারকৃত এর বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানার আলাদা মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত হলো চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ মাহবুবুল আলম(৪২)।
গ্রেপ্তারকৃত এর কাছ থেকে পুলিশ একটি এলজি ওয়ান শুটার ও দুইটি সীসা কার্তুজ, যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভিতরে লোড অবস্থায় ছিল, অপরটি হাতে ছিল তা উদ্ধার করে।
বুধবার রাত ৮টার দিকে থানা পুলিশ সাংবাদিকদের কাছে তথ্য প্রকাশ করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নির্দেশনায় বুধবার দুপুরে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ - উত্তর হাশিমপুর রেল স্টেশনগামী পাকা রাস্তা সংলগ্ন বোবার বাড়ির বিপরীতে মাসুদ এন্টারপ্রাইজ ইট-বালুর দোকান সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাহবুবুল আলম(৪২) এর পরিহিত লুঙ্গির কোচ দিয়ে কোমরে গোজানো থাকা অবস্থায় একটি এলজি ওয়ান শুটার ও দুইটি সীসা কার্তুজ, যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভিতরে লোড অবস্থায় ছিল, অপরটি হাতে ছিল, উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ - উত্তর হাশিমপুর রেল স্টেশনগামী পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদে ভিত্তিতে অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ মাহবুবুল আলম (৪২)কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার ও দুইটি সীসা কার্তুজ, যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভিতরে লোড অবস্থায় ছিল, অপরটি হাতে ছিল তা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় পূর্বে মামলা রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।