চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কায়সার আলমগীর (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কায়সার আলমগীর দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ড হাছনদন্ডী এলাকার সাবেক সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোঃ আহমদুর রহমান প্রকাশ ভেট্টার ছেলে।
পুলিশ জানায়, বিএনপির চন্দনাইশ থানার মামলা নং-০৪ তাং- ০৮/১০/২০২৪ইং, ধারা- ১৪৮/ ৩২৩/ ৩২৪ / ৩২৫/ ৩০৭/ ৩৭৯ / ৪২৭/ ৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারা ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।