আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) স্থানীয় গ্রিনভিউ কনভেনশন সেন্টারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।

চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপন কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাদশার পাড়া হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ জাফর আলী সিআইপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ জাফর আলী সিআইপি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে কেজি মাধ্যমের প্রতিষ্ঠান গুলোর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং শিশুদের মেধার সঠিক বিকাশে চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক এমন আয়োজন কোমলপ্রাণ শিশু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতায় যোগ্যতার সৃষ্টি করে ।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু ছৈয়দ, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র কর্মকর্তা মো: মোজাম্মেল হক, খাইরুল ইসলাম রুবেল, মো: জাফর, মো: রায়হান, মাওলানা রুহুল আমীন, মাওলানা ওসমান গণি, মুজিবুর রহমান, মো: মিজান, মাওলা এমরানুল হক, মুন্নি আক্তার, রেজিয়া বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি প্রাপ্ত মোট ২৮৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর