সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য উদ্বোধন, র্যালী, আলোচনা সভা, মৎস্যচাষী পুরষ্কার বিতরণ ইত্যাদি। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গত ১৯ আগস্ট সোমবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক র্যালী উপজেলা সদরের সড়ক পদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ও থানার সেকেন্ড অফিসার রাকিব হাসান।
অনুষ্ঠান সমন্বয় করেন সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ ও ফিল্ড অফিসার সুলতান আহমদ প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মৎস্য চাষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে মৎস্য চাষী ছাদেকুল ইসলাম, মো এনামুল হক ও বিকাশ দেবকে সম্মাননা পুরষ্কার দেয়া হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুরে ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও মো. রাজীব হোসেন ও ইউএফও তানভীর আহসান।
কাল রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চন্দনাইশ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর কার্যক্রমের সমাপ্তি ঘটবে।