আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণের দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রামের মানববন্ধন

Spread the love

নিউজ ডেস্ক: গত ১৬ আগস্ট সোনাগাজী সমিতি, চট্টগ্রামের উদ্যোগে সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই বাধ উন্নয়ন এর জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক এবং যৌথভাবে সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ জসিমউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন- সৈয়দ রবিউল হক শিমুল, কাজী এম এ হান্নান জিলানী, এড. আবদুল ওয়াহাব, মোঃ সাইফুল আলম, জাকিয়া সুলতানা, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মোঃ মেজবাহ, জহিরুল ইসলাম, ফেনী সমিতির সমাজসেবা সম্পাদক জামাল উদ্দিন মোল্লা, ইঞ্জিঃ আসরাফ উদ্দিন তালুকদার, আব্দুস সোবহানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে

এতে বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এর ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান-যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি পুননির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি।

মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ও পানিসম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ, তাঁরা যেন দ্রুত কার্যকর, দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজীর মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করেন। পরিশেষে, সোনাগাজী সমিতি মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক সমাধান বাস্তবায়ন ও সোনাগাজী তথা বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর