চন্দনাইশ প্রতিনিধিঃ ২০ আগস্ট (বুধবার) সকাল ৯টা থেকে চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার “ডিস্ট্রিক ট্রেনিং ক্যাম্প (ডিটিসি)-২০২৫ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুহাম্মদ ওসমানের অনুষ্ঠানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সবুজ ও আহ্বায়ক মুহাম্মদ রাজিব হোসেন রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মুহাম্মদ জসিম উদ্দিন।
উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনার সভাপতি যুবনেতা অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী এবং ইসলামী ফ্রন্টের সহ-প্রকাশনা সচিব মাওলানা নুরুল্লাহ রায়হান খাঁন কাদেরী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আনোয়ার হোসাইন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা আজাদ হোসাইন।
প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.), জাতীয় সংগীত, দলীয় সংগীত ও জুলাই স্মৃতিচারণের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামের আহ্বায়ক ছাত্রনেতা রাজিব হোসেন রিফাত।
প্রশিক্ষক যুবনেতা আখতার হোসেন চৌধুরী বলেন, “নৈতিক, বুদ্ধিভিত্তিক ও বিজ্ঞান নির্ভর শিক্ষা জাতির উন্নতির পথ সুগম করে। আর আনুগত্যশীল কর্মীই পারে একটি দলকে সুসংগঠিতভাবে পরিচালিত করতে।”
জননেতা মাওলানা নুরুল্লাহ রায়হান খাঁন বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক জ্ঞান অর্জন করে ছাত্রজীবন থেকেই সুশৃঙ্খল জীবন গঠন জরুরি। পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।”
প্রধান অতিথি মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, “জুলাই আন্দোলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নির্দেশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাসরি অংশগ্রহণ করেছিল। অনেকেই আহত ও কারাবরণ করেছেন, যা ইতিহাসের অংশ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আলী হোসাইন, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারু, মফিজুল ইসলাম চৌধুরী বাবলু, মুহাম্মদ আরিফুল হক রানা, শাহজাদা নিজামুল করিম সুজন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ফরহাদুল হক প্রমুখ।