আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ

Spread the love

নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় নগরীর চৈতন্য গলি পদাতিক ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁন এবং সঞ্চালনা করেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন রাশেদ, সাবেক সহ-সভাপতি হারুন আল রশিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন ও নুহ গাজী সেলিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ জহির এবং সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রায় ১ হাজার গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৫০০ গাছ রোপণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদল নেতা কায়সার হাসান সোহেল, আলী হাসান খাঁন, আবু কালাম, মো. মিঠু, মো. সাইফু, আব্দুস সালাম, মোহাম্মদ ইমরান, মো. ফয়সাল, আলী আক্কাস খাঁন, সাইদুল ইসলাম ফয়সাল, মোহাম্মদ মিজানুর রহমান রাজিব, মো. রাজু, মো. ইমরান শরীফ, মোহাম্মদ আসিফ, মো. সেলিম, নাছির, হাসান উল্লাহ, মো. পারভেজ, সানি, আশরাফুল ইসলাম অনিক, কোকন, জাকির, মো. রবি, রাজু, শফিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর