আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সম্পত্তি লিখে না দেয়ায় অসুস্থ বৃদ্ধ পিতাকে হত্যার চেষ্টা, গ্রেফতার ২

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে না দেয়ায় স্ত্রীর সহয়োগিতায় অসুস্থ বৃদ্ধ পিতা নুরুল ইসলাম(৭৫)কে হত্যার চেষ্টার অভিযোগে দুই প্রবাসী পুত্র মোহাম্মদ মহিম উদ্দিন (৪১) ও মোহাম্মদ বোরহান উদ্দিন(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। ছেলেদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার এ ঘটনায় দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বৃদ্ধ নুরুল ইসলাম। মামলা রুজুর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, শনিবার মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার পর রাত ১০টার দিকে প্রবাসী দুই ছেলে মোহাম্মদ মহিম উদ্দিন(৪১) ও মোহাম্মদ বোরহান উদ্দিন (২৭) আকস্মিকভাবে পিতার শয়ন কক্ষে ডুকে স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে। বৃদ্ধ পিতা নুরুল ইসলাম তাদের কথায় রাজী না হলে দুই ভাই এক সাথে বৃদ্ধ পিতার ওপর হামলা করে। ছোট ভাই বোরহান পিছ মোড়া করে পিতার দুই হাত ধরে রাখে আর বড় ভাই মহিম এলোপাতারি কিলঘুঁষি মারতে থাকে। এ সময় ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে নুরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম হাঁতুড়ি ও কিরিচ নিয়ে নীচতলার ঐ কক্ষে নেমে এসে স্বামীকে আঘাত করতে ছেলেদের হাতে এগুলো তুলে দেয়। বড় ছেলে মহিম হাঁতুড়ি দিয়ে বৃদ্ধ পিতার দুই পাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এ পর্যায়ে ছেলেরা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ অবস্থায় খবর পেয়ে মেঝ ছেলে রাসেল বাসায় এসে দুই ভাইয়ের হাত থেকে পিতাকে বাঁচাতে এলে তারা তাকেও এলোপাতারি মারধর করে আহত করে। রাসেল জানায়, বাড়ির গেইট ও ঘরের দরজা বন্ধ করে রাখায় প্রতিবেশিরা বাসায় ডুকতে পারেনি। তিনি দেওয়াল টপকিয়ে বাসায় ডুকেন। তিনি বলেন, তার বড় ভাই মহিম দুবাই ও ছোট ভাই বোরহান কাতার প্রবাসী। শনিবার বিকালে তারা দুজন দেশে আসে। তিনি বলেন, ঐ দুই ভাইয়ের সাথে থাকেন তাদের মা। বাবা থাকেন তার সাথে। প্রায় ৬-৭ বছর ধরে বাবা বিভিন্ন রোগে অসুস্থ। বৃদ্ধ নুরুল ইসলাম জানান, ‘সম্পত্তির লোভে স্ত্রী ও দুই ছেলে মহিম ও বোরহান পরিকল্পিতভাবে আমাকে হত্যার করার জন্য হামলা চালায়। মেঝ ছেলে রাসেল না এলে তারা আমাকে খুন করে ফেলতো।” তিনি আরও বলেন, আমি অসুস্থ হওয়ার পর স্ত্রী ও ওই ছেলে আমার সেবাযত্ন করা তো দূরের কথা, কোন খোঁজখবরই রাখে না। এখন তারা সম্পত্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সম্পত্তির জন্যই দুই ছেলে পিতার ওপর হামলা চালায়। তিনি বলেন, আজ(শনিবার) বৃদ্ধ নুরুল ইসলাম দুই ছেলে ও স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলা রুজুর পরই অভিযান চালিয়ে এজারভূক্ত আসামী মহিম উদ্দিন ও বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর