আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।’ উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হক, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো: রাকিব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ।

অনুষ্ঠান শেষে সফল তিনজন মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর