চন্দনাইশ প্রতিনিধিঃ পূর্ব আলো অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের জেরে চন্দনাইশে ১২ দিন ধরে তৃতীয় শ্রেণির নিখোঁজ ছাত্র মিনহাজুর রহমানকে উদ্ধার করলো চন্দনাইশ থানা পুলিশ। অভিভাবকের কাছে হস্তান্তর করল পুলিশ।
১৭ আগস্ট (রবিবার) দুপুরে আনোয়ারা উপজেলার বোরন ছড়া এলাকা থেকে উদ্ধার করে তার বাবা মিজানুল হকের
কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরে নিখোঁজ মিনহাজুর। রাত ১০টার দিকে আবার বাজারে যাওয়ার কথা বলে বের হয় এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় চন্দনাইশ থানায় গত ১০ আগস্ট লিখিত অভিযোগ এবং ১৪ আগস্ট সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মো. মিজানুল হক।
ওই জিডির প্রেক্ষাপটে পরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এর দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানিয়েছেন। পরবর্তীতে মোবাইলের লোকেশন পর্যালোচনা করে আজ ১৭ আগস্ট দুপুরে চন্দনাইশ থানার পুলিশ আনোয়ারা থানাধীন বোরন ছড়া এলাকায় হতে নিখোঁজ মোহাম্মদ মিনহাজুর রহমান(১৪) কে উদ্ধার করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিখোঁজ ছাত্র মিনহাজুরকে উদ্ধার করে তাঁর অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
শিশু মিনহাজুর রহমানকে ফিরে পেয়ে তাঁর বাবা মো. মিজানুল হক অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ছেলেকে ফিরে পেয়ে তারা চন্দনাইশ থানা-পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।