চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ অনুযায়ী ব্যবসায়ী মোহাম্মদ লোকমান নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
১১ আগস্ট (সোমবার) বিকেলে উপজেলার চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পাশে দক্ষিণ হাশিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ অনুযায়ী এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানার একদল পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।