নিজস্ব প্রতিবেদকঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস - ২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি'।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে যুবকদের শপথ পাঠ করানো হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ্ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শোভিত কুমার চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আয়ুব খান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ, উপসহকারী প্রাণী সম্পদ অফিসার মোঃ আজিজ আহমদ, পল্লী প্রগতি সংস্থার সভাপতি মো: নুরুল হক চৌধুরী, প্রশিক্ষিত যুব রোশন আরা বেগম, প্রশিক্ষিত যুব মোহাম্মদ ফয়সাল প্রমুখ।